2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ধারালো ছুরির আঘাতে ভগ্নিপতির হাতে খুন হলেন শ্যালক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উৎসবের আবহের মধ্যেই চাঞ্চল্যকর খুনের ঘটনা। চারিদিকে মানুষ যখন উৎসবের আনন্দে গা ভাসিয়ে দিতে প্রস্তুত ঠিক তখনই জিরানিয়া মুসলিম পাড়া এলাকা যেন শোকস্তব্দ হয়ে পড়ে। ধারালো ছুরির আঘাতে ভগ্নিপতির হাতে খুন হলেন শ্যালক। ঘটনা বৃহস্পতিবার রাতে জিরানিয়া থানার অন্তর্গত মুসলিম পাড়া এলাকায়। মৃত যুবকের নাম সফর আলী মিয়া। বয়স ৩২ বছর। ঘটনার বিবরণে জানা যায় ভগ্নিপতি শরিফ হোসেন বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। প্রায় সময়ই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত। বৃহস্পতিবার রাতে শরীফ বাড়ি এসে কোন একটি বিষয় নিয়ে স্ত্রীর সাথে বিবাদে জড়িয়ে পড়ে। একসময় শরিফ উত্তেজিত হয়ে প্রচন্ড মারধোর করতে শুরু করে। আর বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে মেনে নেয়নি শ্যালক সফর আলী মিয়া। বোনকে মারধর করার প্রতিবাদ জানালে ভগ্নিপতি ধারালো ছুরি দিয়ে একাধিকবার আক্রমণ করে শ্যালক সফর আলী মিয়াকে। এতে রক্তাক্ত হয়ে পড়ে শ্যালক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সফর। এদিকে ঘটনার পরেই স্থানীয়রা ভগ্নিপতি শরিফকে আটক করে জিরানিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। চাঞ্চল্যকর এই খুনের ঘটনাকে ঘিরে মুসলিম পাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service