2024-11-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

ধলাইয়ে গেরুয়া ঝরে লন্ড ভন্ড মথা বামগ্রেস,রাজীব মনোজ ভগবানের হাতধরে ১৩৮৭ভোটার পদ্ম শিবিরে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনের আগে আমবাসা বিধানসভা কেন্দ্রে সিপিএম এবং তিপরা মথা দলে থাবা বসিয়েছে বিজেপি। বুধবার আমবাসায় ছুটে আসেন বিজেপি প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য্য মহোদয়। প্রথমে হাদুক্লক স্থিত ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পে যান সেখানে এক সভার মধ্য দিয়ে তিপরা মথা দল ত্যাগ করে ১৫৮ পরিবারের ৪৮২ জন ভোটার বিজেপি দলে সামিল হয়।

তারপর আমবাসা স্থিত বিজেপি দলের ধলাই জেলার মূল কার্য্যালয়ে এক সভার মধ্য দিয়ে সিপিএম এবং তিপরা মথা দল ছেড়ে ১৮৬ পরিবারের ৫৬৭ জন ভোটার বিজেপি দলে সামিল হয়। এদিকে বিজেপি দল থেকে কচুছড়ায় এক বাজার সভার আয়োজন করা হয় এই সভায় সিপিএমের এক সময়ের দাপুটে নেতা সহ তিপরা মথা দলের ৯৬ পরিবারের ৩৩৮ জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। আজকের প্রত্যেকটি সভায় বিভিন্ন বক্তাগণ তিপরা মথা এবং সিপিএম দলের তীব্র সমালোচনা করেন।

আজকের গোটা দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য্য, দলের সাধারণ সম্পাদক ভগবান দাস,রিপন দেব্বর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব,সপ্না দাসপাল, শম্ভু লাল চাকমা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য্য এবং শচী রাণী ত্রিপুরা, মন্ডল সভাপতি চন্দন ভৌমিক প্রমুখ। লোকসভা নির্বাচনের আগে এই যোগদান কর্মসূচি শাসক দলের এক্সট্রা মাইলেজ দিবে তার আর বলার অপেক্ষা রাখে না।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service