জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ভোররাতে ধর্মনগর সাব জেলে ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। ছয়জন দণ্ডিত বন্দি নিরাপত্তা রক্ষীর উপর অতর্কিতে হামলা চালিয়ে জেল ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আজ সকাল প্রায় সাড়ে ছ’টার দিকে এই ঘটনা ঘটায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও আতঙ্ক।
পলাতক ছয় বন্দির নাম প্রকাশ করেছে পুলিশ— নিজাম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ চন্দ্র দত্ত, রোশান আলী এবং আব্দুল পাত্তা। জানা গেছে, এদের মধ্যে অধিকাংশই গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছিল।
জেল সূত্রে জানা যায়, রুটিন কাজ শুরুর আগ মুহূর্তে ওই ছয় বন্দি জেলের নিরাপত্তা রক্ষী গেদু মিয়াকে অতর্কিতে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় গেদু মিয়াকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর বন্দিরা সুযোগ নিয়ে জেলের দরজা খুলে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ, কারা দফতর ও সীমান্ত রক্ষা বাহিনীকে সক্রিয় করা হয়েছে। সীমান্তবর্তী থানাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে এবং পুরো এলাকায় জোর চিরুনি তল্লাশি চলছে। পলাতকদের ধরতে ইতিমধ্যেই বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে প্রশাসন।
এক জেল কর্মকর্তা জানান, “সবদিক খতিয়ে দেখে তল্লাশি অভিযান চলছে। খুব শীঘ্রই পলাতকদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
Leave feedback about this