জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ধর্মনগর থেকে কদমতলা পর্যন্ত রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার। বিজেপি যুব মোর্চার কর্মীরা অভিযোগ করেন, তাদের প্রাক্তন মণ্ডল সভাপতি অমিতাভ নাথকে কংগ্রেস কর্মীরা অপদস্থ ও হামলার চেষ্টা করেছে। এ ঘটনায় কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, অমিতাভ নাথ তার মায়ের সঙ্গে ব্যাংকের কাজে বৃহস্পতিবার ধর্মনগরে গেলে কংগ্রেসের একদল নেতা তাকে কটূক্তি করেন এবং দলের অফিসের সামনে শারীরিক আক্রমণের চেষ্টা করেন। স্থানীয় পুলিশের সহযোগিতায় তিনি কোনওরকমে ঘটনাস্থল থেকে রক্ষা পান।
রাত ৮টার দিকে যুব মোর্চার নেতা-কর্মীরা কদমতলা থানার ওসি এল সাংমাকে লিখিত অভিযোগ জমা দেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি অতীতে বাজার এলাকায় বিভিন্ন অশান্তির ঘটনা উল্লেখ করে কদমতলায় কয়েকদিন রাজনৈতিক কর্মসূচির ওপর নিয়ন্ত্রণ আরোপের আবেদনও জানানো হয়।
অভিযোগপত্রে অমিতাভ নাথের ওপর হামলার চেষ্টা কারা করেছিল, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে কদমতলার শান্তিপূর্ণ পরিবেশ অস্থির হয়ে উঠতে পারে।





Leave feedback about this