জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রথযাত্রা কুমারঘাট দুর্ঘটনা সম্পর্কে যে তদন্ত রিপোর্ট বেরিয়ে এসেছে সে সম্পর্কে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নিজেই সন্তুষ্ট নন । যার জন্য তদন্ত প্রক্রিয়া, রেভিনিউ ডিপার্টমেন্টের মাধ্যমে আরো পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন । যাতে করে কুমারঘাট রথযাত্রা কান্ডের পুনরাবৃত্তি রাজ্যে আর না ঘটে । প্রসঙ্গত কুমারঘাট রথযাত্রার কান্ডের দিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ঘটনার সঙ্গে সঙ্গেই নিজেই রেল যুগে কুমারঘাট গিয়ে হাজির হন । মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকেই দুর্ঘটনায় আহত আহত মানুষের শুশ্রুষা প্রদান করেন এবং নিহতদের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করেছে । যেখানে খুদ মুখ্যমন্ত্রী নিজেই উপস্থিত ছিলেন সেখানে তদন্ত প্রক্রিয়া কিরকম কঠোর হবে সেটা সহজেই অনুমেয় । মুখ্যমন্ত্রীর করা নির্দেশ দ্রুত যাতে কুমারঘাট রথ কাণ্ডের তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় ।
Leave feedback about this