2024-12-14
agartala,tripura
রাজ্য শিক্ষা

দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ পদর্শন ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের আন্দোলনে চাকরিপ্রত্যাশীরা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে পথে নামলেন বেকাররা। সোমবার রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনীতে বিক্ষোভ দেখায় তারা। দাবি জানায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার। অগ্নিনির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের জন্য ২০২২ সালে বিজ্ঞপ্তি দিয়ে প্রথমে শারীরিক পরীক্ষা নেওয়া হয়।

২০২৩ সালের জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা হয়। অভিযোগ এর পরেই থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ফাইন্যাল শিট প্রকাশ করা হয়নি। এতে ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। তারা বার কয়েক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ব্যর্থ মনোরথে বাড়ি ফিরতে হয়। কারণ কোন সদুত্তর মিলেনি।

তাই ফের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোমবার চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ দেখান অগ্নিনির্বাপক দপ্তরের অধিকর্তার অফিসের সামনে এসে। অভিযোগ শুধু ফায়ার সার্ভিস নয়, বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে রয়েছে। কিন্তু কোন হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের। ফলে বেকার ক্ষোভ ক্রমশ ধুমায়িত হচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service