জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করলেন ভারতীয় রেল বোর্ডের সদস্য এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার অনিল কুমার খাণ্ডেলওয়াল। বুধবার রেলপথের কাজ পরিদর্শনের সময় উনার সঙ্গে ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জিএম চেতন কুমার শ্রীবাস্তব সহ অন্যান্য আধিকারিকরা। এই রেলপথে নির্মাণ কাজ অনেক দিন ধরে চলছে।
এর আগেও দ্রুত নির্মাণ কাজ শেষ করে রেল চালুর সম্ভাবনার কথা বলা হয়েছিল সংশ্লিষ্টদের তরফে। কিন্তু এখনও কাজইও শেষ হয়নি। যদিও বর্তমানে ভারত ও বাংলাদেশের উভয় অংশে চলছে নির্মাণ কাজ রেলপথের।দুই দেশের মানুষ প্রহর গুনছেন কবে নাগাদ চালু হবে এই রেলপথে ট্রেন চলাচল। এই ট্রেন চালু হয়ে গেলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সহ যাতায়াতে অনেক সুবিধা হবে।
এদিন রেলপথের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে অনিল কুমার খাণ্ডেলওয়াল জানান দ্রুতই আগরতলা-আখাউড়া রেল পরিষেবা চালু হয়ে যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনাক্রমে রেল পরিষেবা চালু করা হবে। দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে আগরতলা-আখাউড়া রুটে নিয়মিতভাবে ট্রেন চলবে। অর্থনৈতিক দিক থেকে উভয় দেশ লাভবান হবে। তবে এখন দেখার কবে নাগাদ নির্মাণ কাজ শেষ হয়ে এই রেলপথে ট্রেন পরিষেবা চালু হয়?
Leave feedback about this