জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় মাঝপথেই প্রায় ২০ মিনিট আটকে রইল ভাতিন্দার কাছে। যে ঘটনা নিয়ে রাজধানীতে শোরগোল শুরু। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় ‘গাফিলতি’ হয়েছে, এমন অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার ভাতিন্দার কাছে পথে আটকে গেলেন মোদি। প্রায় ২০ মিনিট আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। বিজেপির তরফে অভিযোগ করা হয়, ‘রাস্তায় নিরাপত্তা না দেওয়ায়, এগোতে পারেনি কনভয়। পাঞ্জাব সরকার নিরাপত্তা দেয়নি, তাই এমন ঘটনা।’ এই বিষয়ে পাঞ্জাব সরকারের থেকে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। তাছাড়া দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রটোকল বিঘ্নিত করেছে পঞ্জাবের কংগ্রেস সরকার। পাঞ্জাব সরকার এবং কংগ্রেসের যৌথ চক্রান্তে ভাটিণ্ডার একটি ফ্লাইওভারে ১৫-২০ মিনিটের জন্য আটকে দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর কনভয় বলে, মনে রাখা দরকার, নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর যাত্রার অনেকগুলি রুট তৈরি করা হয় কিন্তু ফাইনাল রুট জানতে পারে শুধু সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। তার মানে কি পুলিশের কাছ থেকেই প্রধানমন্ত্রীর যাত্রাপথের ডিটেলস বিক্ষোভকারীদের কাছে পৌঁছে দেওয়া হল ? প্রধানমন্ত্রী ভাটিণ্ডা বিমানবন্দরে পাঞ্জাবের এক আধিকারিক কে বলেন যে, “বলে দিও তোমাদের মুখ্যমন্ত্রীকে, যে আমি জীবিত অবস্থায় বিমানবন্দরে ফিরে এসেছি “।
দেশ
পাঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতিতে কংগ্রেসের সরকারের প্রতি ধিক্কার জানালো প্রদেশ বিজেপি
- by janatar kalam
- 2022-01-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this