2024-12-19
agartala,tripura
দেশ

দেশব্যাপী পালিত হল স্বর্নিম বিজয় দিবস

জনতার কলম প্রতিনিধিঃ- ১৯৭১-র যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হয় ভারত। পাকিস্তান ভেঙে গঠিত হয় বাংলাদেশ। সেই থেকে প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিনটিকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধজয়ের সুবর্ণ জয়ন্তী পালন হচ্ছে আজ । পাকিস্তানের বিরুদ্ধে গৌরবজনক জয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মশাল জ্বালাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের দিনটি পালিত হয় স্বর্ণিল বিজয় দিবস হিসেবে। ১৯৭১-এর যুদ্ধের পুরস্কার প্রাপক ও প্রাক্তনীদের বাড়ি ছাড়াও মশাল নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লেখেন, ‘স্বর্ণিম বিজয় দিবস উপলক্ষে আমরা ১৯৭১ সালের যুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও আত্মত্যাগকে স্মরণ করি। ১৯৭১ সালের যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে একটি সোনালী অধ্যায়। আমরা আমাদের সশস্ত্র বাহিনী এবং তাদের সাফল্য নিয়ে গর্বিত।’ তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘ বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে সাহসী সৈন্যদের প্রণাম জানাই, ভারতীয় সেনাদের অপরিসীম সাহস এবং বীরত্বের প্রতীক। ১৯৭১ সালের এই দিনে শত্রুদের পরাজিত করে মানবিক মূল্যবোধ রক্ষার ঐতিহ্যের ইতিহাসে এক সোনালি অধ্যায় রচনা করেছিল ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল KOO-তে বলেছেন, ‘১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয় স্মরণে বিজয় দিবস পালন। ৫০ তম বছরে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। ভারতীয় সেনাবাহিনীর অতুলনীয় বীরত্ব এবং সাহসকে অভিবাদন জানিয়ে, আমি সেই সাহসী যুবাদের স্মরণ করি যাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে দেশকে গর্বিত করেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service