2024-12-17
agartala,tripura
দেশ

চিরবিদায় জেনারেল রাওয়াত, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হল

জনতার কলম প্রতিনিধি:- আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হল ব্রার স্কোয়ারে। ১৭ বার তোপধ্বনিতে জেনারেল রাওয়াতকে শেষশ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও। এদিন উপস্থিত ছিলেন দুই মেয়ে কৃতীকা ও তারিণী। আজ সকাল ১১টা থেকে রাওয়াতের মরদেহ শায়িত ছিল তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানিয়ে যান অমিত শাহ, রাহুল গাঁধী, জেপি নাড্ডা, অরবিন্দ কেজরিওয়াল, কানমোঝিরা। তৃণমূলের পক্ষে শ্রদ্ধা জানিয়ে আসেন দোলা, জহর সরকার, সুস্মিতা দেবরা। আজ দুপুরে নিজের বাড়ি থেকে শুরু হয় জেনারেল রাওয়াতের শেষযাত্রা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তাঁকে শেষবিদায় জানান অসংখ্য সাধারণ মানুষ। শেষযাত্রায় সামিল হন ৮০০ জন সেনা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service