2024-12-20
agartala,tripura
দেশ

মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, মৃত কম্যান্ডিং অফিসার, তাঁর স্ত্রী ও ছেলে সহ চার

জনতার কলম ওয়েব ডেস্ক :অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসারের কনভয়ে হামলা।মায়ানমর লাগোয়া মণিপুরের চূড়াচন্দ্রপুরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী গতকাল শুক্রবার তাঁর বেহিয়াং কয় পোস্টে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এদিন সকাল ১০ টা নাগাদ ওই কনভয়ে হামলা চালানো হয়।

সূত্রের খবরে জানা গেছে, নিষিদ্ধ মণিপুরি জঙ্গি সংগঠন পিপলস লিবারেশ আর্মি (পিএলএ) এ এই হামলার পিছনে রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ। এই হামলায় পিএলএ-র হাত রয়েছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে।

কমান্ডিং অফিসার ত্রিপাঠী, তাঁর স্ত্রী ও ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কুইক রেসপন্স টিমের এক জওয়ানও এই জঙ্গি হামলায় নিহত হয়েছেন বলে খবর।

আরও কয়েকজন জওয়ান আহত হয়েছেন। তাঁদের বেহিয়াং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিরাপত্তাকর্মীরা যে কনভয়ে যাচ্ছিলেন, জঙ্গিরা সেই কনভয়ে হামলা চালায়। কনভয়ে কুইক রেসপন্স টিমের সঙ্গে কমান্ডিং অফিসারের পরিবারের সদস্যরা ছিলেন। এই ঘটনায় আরও কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই নারকীয় হামলার নিন্দায় সরব হয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তিনি এই ঘটনাকে কাপুরুষোচিত হামলা বলে অভিহিত করেছেন তিনি। হামলার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service