2024-12-19
agartala,tripura
দেশ

ইয়াস মোকাবিলায় মমতার ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ দিলীপ

জনতার কলম ওয়েবডেস্ক কলকাতা : রাজ্যপাল জগদীপ ধনকর-এর পর এবার “ইয়াস”-এর মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভূমিকার প্রশংসা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধিতায় সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার বিন্দুমাত্র সুযোগ কোনও দিন ছাড়েননি তিনি। সেই দিলীপ ঘোষ , এবার কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কথা বললেন সেই দিলীপ ঘোষ! ঘূর্ণিঝড় “ইয়াস” মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসা করলেন বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এই ঘটনার ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাজ্যপাল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর কাজের প্রশংসা করে এলেন। বুধবার সকালে ঘূর্ণিঝড় ইয়াস বালেশ্বরে আছড়ে পরে। মঙ্গলবার সারা রাত প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। বুধবার ভোর থেকে দিঘার পরিস্থিতি একটু একটু করে খারাপ হয়ে ওঠে। ইয়াস-এর তাণ্ডব ক্রমেই বেড়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। দিঘায় প্রায় ৩০ ফুট সমুদ্রে জলোচ্ছ্বাস হয়েছে। ভেসে গেছে দিঘার সমুদ্র সংলগ্ন গ্রাম, শহর । কেউ কেউ দাবি করেছেন, গত ৩০ বছর দিঘার সমুদ্র তীরবর্তী এলাকার প্রত্যেকটি হোটেলকে ও সংলগ্ন রাস্তাকে এই ভাবে প্লাবিত ও জলমগ্ন করেনি। এমনকী ইয়াস-এর তাণ্ডবে হোটেলের সামনে থাকা গাড়িও ভেসে গিয়েছে জলের তোড়ে, এমনই ছিল সমুদ্রের ভয়াল রূপ। দিঘা, শংকরপুরের বিস্তীর্ণ রাস্তা হয়ে গিয়েছে জলমগ্ন। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সমগ্র পরিস্থিতির দিকে নজর রেখেছেন। আগেভাগেই উপকূলের প্রায় ১১ লক্ষ মানুষকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। জীনজীবন যাতে বিপর্যস্ত না হয় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। “ইয়াস” মোকাবিলায় রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন বলেছেন, “আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে ভাল কাজ করেছে। ঝড় নিয়ে উপকূলের মানুষকে সতর্ক করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই বোঝা যাবে ক্ষয়ক্ষতি। তবে আপাতদৃষ্টিতে সব কিছু ঠিক হচ্ছে বলেই মনে হচ্ছে।” গত বছর আমফান বিপর্যয়ের পর বারবার রাজ্যকে বিজেপি নেতারা কটাক্ষ করেছিল। ত্রাণ থেকে শুরু করে ক্ষতিপূরণ সমস্ত কিছুতেই তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন দিলীপ ঘোষ। ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে আমফানের ত্রাণ চোর বলে তৃণমূলনেত্রী ও তৃণমূল দলকে সমালোচনাও করেছিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে সমালোচনার এই তালিকা থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও অন্যান্য শীর্ষ বিজেপি নেতৃত্ব। এবার সেই দিলীপ ঘোষের গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শুনে রাজ্য রাজনীতির প্রাজ্ঞ ব্যক্তিরা হতবাক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service