2024-12-19
agartala,tripura
দেশ

অর্ণব গোস্বামীর গ্রেফতারের পর ,গণতন্ত্র ও সাংবাদিকতার নীতিতে বড় ধাক্কা’, বললেন নাড্ডা

জনতার কলম ওয়েবডেস্ক,নয়াদিল্লি: রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামী গ্রেফতার হওয়ার ঘটনাটিকে গণতন্ত্র এবং সাংবাদিকতার নীতিগুলির জন্য একটি বড় ধাক্কা বলে মনে করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ২০১৮ সালে ইন্টেরিয়র ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে। মুম্বই পুলিশ ও রায়গড় পুলিশের যৌথ বাহিনী অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে।গ্রেফতারের সময় অর্ণবকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের ভ্যানে যেতে যেতে সাংবাদিকদের সামনে চিৎকার করতে থাকেন অর্ণব। ‘পুলিশ আমায় মেরেছে’, চিৎকার করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ।কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেড়কর বলেন, “আমরা মহারাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হামলার নিন্দা করি। সংবাদমাধ্যমের সঙ্গে এমন আচরণ করা যায় না। এই ঘটনা আমাদের জরুরি অবস্থার সময় সংবাদমাধ্যমের সঙ্গে হওয়া আচরণকে মনে করিয়ে দেয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও অর্ণব গোস্বামী গ্রেফতার হওয়ার ঘটনায় মুখ খুলেছেন। মহারাষ্ট্র সরকার ও কংগ্রেস দলকে একযোগে আক্রমণ শানিয়েছেন তিনি। জেপি নাড্ডা বলেন, এটি গণতন্ত্র এবং সাংবাদিকতার নীতিগুলির জন্য একটি বড় ধাক্কা। আমি এই ঘটনার নিন্দা করি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service