2024-12-15
agartala,tripura
দেশ

CAA বিরোধিতায় বুধবার উত্তর পূর্বের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ডাক ##14

CAA বিরোধিতায় বুধবার, ২২ জানুয়ারি উত্তর পূর্বের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ডাক উত্তর পূর্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের। বুধবার CAA-র বৈধতাকে চ্যালেঞ্জ করে অ্যাপেক্স কোর্টে দাখিল হওয়া সমস্ত পিটিশনের শুনানি সুপ্রিম কোর্টে।

উত্তর পূর্বের বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, NEHU (নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি), তেজপুর বিশ্ববিদ্যালয়, AWU (অসম ওমেনস ইউনিভার্সিটি), AAU (অসম এগরিকালচারাল ইউনিভার্সিটি, নাগাল্যান্ড ইউনিভার্সিটি, রাজিব গান্ধি ইউনিভার্সিটি ও NERIST।

AASU (অল অসম স্টুডেন্টস ইউনিয়ন), NESO (নর্থ ইস্ট স্টেডেনস্টস অরগানাইজেশন), AJYCP (অসম জাতীয়তাবাদি যুব ছাত্র পরিষদ)-র পাশাপাশি উত্তর পূর্বের প্রায় সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা CAA-র বিরোধিতায় সরব হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service