2024-12-19
agartala,tripura
দেশ

ভালো আছেন বাবা,শীঘ্রই ফিরবেন,মৃত্যুর ভুয়ো খবর শুনে প্রণবপুত্র বিরক্ত হয়েছেন কিছু সংবাদমাধ্যমের ভূমিকায়।

জনতার কলম,ওয়েবডেস্ক,নয়াদিল্লি:- শেষ কিছুদিনে পরিস্থিতির বিশেষ উন্নতি না হলেও রবিবার তিনি কিছুটা ভালো আছেন বলেই জানালেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। একসপ্তাহের বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে সার্জারির পর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি।বাবার স্বাস্থ্য সম্পর্কে উন্নতি নিয়ে প্রণব-পুত্র জানিয়েছন,চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা,তাঁর সবকটি গুরুত্বপূর্ণ দিক স্থিতিশীল রয়েছে,। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি খুব শীঘ্রই আমাদের মধ্যে ফিরে আসবেন”। প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে আর্মি হাসপাতাল জানিয়েছে, “উনি এখনও ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন, ওনার স্বাস্থ্যের ছোটছোট পরিবর্তন লক্ষ্য রাখছেন বিশেষজ্ঞরা”।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service