2024-12-19
agartala,tripura
দেশ

নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সিএএ নিয়ে ১৪৪টি মামলার শুনানি ছিল বুধবার ৷ ##13

নাগরিকত্ব আইনে একতরফা স্থগিতাদেশ নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ CAA মামলার শুনানিতে নজর ছিল দেশের শীর্ষ আদালতের দিকে ৷ সেই শুনানিতেই এমন জানাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷ CAA নিয়ে কেন্দ্রের জবাব তলব করা হয়েছে ৷ ৪ সপ্তাহের মধ্যে সেই জবাব দিতে হবে কেন্দ্রকে ৷

সিএএ নিয়ে ১৪৪টি মামলার শুনানি ছিল বুধবার৷ তিন বিচারপতির বেঞ্চে ছিল এই শুনানি ৷ বেঞ্চে প্রধান ছিলেন বিচারপতি এস এ বোবদে ৷ শুনানিতে ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না,আবদুল নাজির ৷ আপাতত CAA-এ নিয়ে জবাব দিতে কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে ৷

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service