জনতার কলম ওয়েব ডেস্ক : করোনা ভয় কাটিয়ে দেশে আনলক ২.০ শুরুর পাশাপাশি কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক আগামী ৬ জুলাই থেকে রেড ফোর্ট, তাজমহলসহ দেশের সমস্ত স্মৃতিসৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছ। প্রসঙ্গত করোনা ভাইরাস আতংকের জেরে গত ১৬ মার্চ থেকে দেশের সমস্ত স্মৃতি সৌধগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এরপর দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় পরে খুলতে চলেছে সৌধগুলি। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করে জানিয়েছেন, ৬ জুলাই থেকে দেশের অমস্ত স্মৃতিসৌধ খুলে দেওয়া হচ্ছে। তবে করোনার পরিস্থিতি বিচার করে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য সরকার বলে জানিয়েছে কেন্দ্র।কেননা দেশে করোনার সংক্রমনের ব্যাপক বৃদ্ধি প্রত্যক্ষ করছে দেশবাস। ২৪ ঘণ্টায় দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত ২০ হাজার ৯০৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৯ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪।
Leave feedback about this