জনতার কলম ওয়েবডেস্ক :- গুরু হল সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। হিন্দুধর্মে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে। প্রতিবছর আষাঢ় পূর্ণিমার দিনে গুরু পূর্ণিমা পালিত হয়। যাঁদের থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও না-কোনও সুশিক্ষা আমরা পাই, তাঁরা প্রত্যেকেই আমাদের গুরুস্থানীয়।
এবছর গুরু পূর্ণিমার সময়সীমা:- এবছর গুরু পূর্ণিমার শুরু:- (আষাঢ় পূর্ণিমা) রবিবার ২ জুলাই ২০২৩, রাত ০৮: ২১টা থেকে।
গুরু পূর্ণিমার শেষ:- (আষাঢ় পূর্ণিমা) সোমবার, ৩ জুলাই, ২০২৩, বিকেল ০৫: ০৮টা পর্যন্ত
সোমবার ৩ই জুলাই সোমবার গুরু পূর্ণিমা পালন করা উচিত।
গুরু প্রণাম মন্ত্র:━
ওঁ অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্।
তত্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
গুরুর্বহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ।
গুরু সাক্ষাত্ পরংব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
Leave feedback about this