জনতার কলম ওয়েবডেস্ক :- শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শয়ে শয়ে মানুষ স্বজনহারা। বহু মানুষ হারিয়েছেন অঙ্গ, কাউকে হয়তো বাকি জীবনটা কাটাতে হবে প্রতিবন্ধকতা নিয়ে। বালেশ্বরের সেই মর্মান্তিক রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেবে রেল। যাতে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।’ নিন্দুকেরা প্রশ্ন করছে, এই শিক্ষাটা আগে নিলে হয়তো এতগুলি প্রাণ বেঁচে যেত।শুক্রবার রাতের মর্মান্তিক দুর্ঘটনার পরই শোকপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। শনিবার শশরীরে তিনি যান বাহানাগা বাজারের দুর্ঘটনাস্থলে। কথা বলেন উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ঘুরে দেখেন গোটা দুর্ঘটনাস্থল। বুঝে নেন কীভাবে ঘটল বিপর্যয়। সেখান থেকে আহতদের দেখতে হাসপাতালেও। তারপর আরও একবার মৃতদের জন্য সেই একই ভাষায় শোকপ্রকাশ করলেন মোদি।প্রধানমন্ত্রী বললেন, ‘এই দৃশ্য ভীষণ বেদনানায়ক। যারা আহত তাঁদের সুস্থ করার জন্য সরকার কোনওরকম ত্রুটি রাখবে না।’ মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে মোদি বলেন, ‘যাদের আমরা হারিয়েছি তাদের তো ফেরাতে পারব না। সরকার তাঁদের দুঃখে শরিক হতে চাই। পরমাত্মা সবাইকে এই দুঃখ ভুলতে সাহায্য করবেন। আমরা এই দুর্ঘটনা থেকে শিখব, দ্রুত এই বেদনার সময় অতিক্রম করবে দেশ।
দেশ
মর্মান্তিক রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- by janatar kalam
- 2023-06-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this