জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রাকে চেপে দিল্লি থেকে চন্ডিগড় গিয়েছে রাহুল গান্ধী। যেতে যেতে মনের কথা শুনলেন ট্রাক ড্রাইভারের। ভারত জোড়ো যাত্রা’য় দেখা গিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছে রাহুল। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর এই কর্মসূচিতে শয়ে শয়ে মানুষ তাঁর সঙ্গে পা মিলিয়েছে। সেই রাহুল গান্ধীকেই এ বার দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। এ বারে সে আরও এক শ্রেণির মানুষের কাছে পৌঁছেছে। তাঁদের ‘মনের কথা’ শোনার চেষ্টা করেছে।সম্প্রতি রাহুলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি জনতার কলম । ভিডিয়োতে কংগ্রেস নেতাকে একেবারে অন্য ভূমিকায় দেখা গিয়েছে। দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিল রাহুল। হরিয়ানার অম্বালার কাছে সোমবার রাতে একটি ট্রাকে চড়ে বসেছে। চালকের পাশের আসনে গিয়ে বসতে দেখা গিয়েছে তাঁকে। একেবারে খোশমেজাজে ধরা দিয়েছে কংগ্রেস নেতা।দলের এক সূত্রের দাবি, এ বার তিনি ট্রাকচালকদের কাছে পৌঁছনোর চেষ্টা করেছে। তাঁদের নানা সমস্যার কথা শুনেছে। যে হেতু রাতেই তাঁদের ট্রাক চালাতে হয় বেশি, তাই সেই অভিজ্ঞতার কথাও শুনেছে রাহুল। ওই সূত্রের দাবি, রাহুল শিমলা যাচ্ছিল। সেখানে প্রিয়ঙ্কা গান্ধী বঢরার বাড়িতে সনিয়া গান্ধী রয়েছে। তাই শিমলাতেই মায়ের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য যাচ্ছে রাহুল। যাওয়ার পথে হরিয়ানার সোনিপতের একটি ধাবায় সে দাঁড়িয়েছে। সেখানে ট্রাকচালকদের সঙ্গে কথা বলেছে। তাঁদের ‘মনের কথা’ শুনেছে। এর পরই রাহুল একটি ট্রাকে উঠে চালকের পাশের আসনে গিয়ে বসে। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।কংগ্রেস সাংসদ ইমরান প্রতারগারহীও রাহুলের ট্রাকে চড়ার একটি ভিডিয়ো টুইটে পোস্ট করেছে। সে জানায়, “ট্রাকচালকদের সমস্যার কথা শোনা, ট্রাকে যেতে যেতে তাঁদের অভিজ্ঞতা জানা, একমাত্র রাহুল গান্ধীর পক্ষেই এ কাজ সম্ভব।” একই সঙ্গে রাহুলের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে একটি গুরুদ্বারে প্রার্থনা করতে দেখা গিয়েছে।
দেশ
ট্রাকে চড়ে চন্ডিগড় গেল রাহুল. কথা শুনেছে ড্রাইভারদের
- by janatar kalam
- 2023-05-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this