2024-12-19
agartala,tripura
দেশ

আবারো মানবতার বড় উদাহরণ জওয়ানদের ছত্তীসগড়ের বিলাসপুরের ঘটনা প্রকাশ্যে আসতেইঅ ধন্য ধন্য করেছেন সবাই ৷

এক নতুন উদাহরণ পেশ করেছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা ৷ প্রায় ৬ কিমি পর্যন্ত একজন গর্ভবতী মহিলাকে হাসপাতালে পৌঁছেছেন ৷ এমনই পাড়া গাঁয়ের রাস্তা যে সেখানে কেনও গাড়ি বা অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারবেনাবলেই কাঁধে করে মহিলাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন জওয়ানেরা ৷ প্রবস যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মহিলা ৷ সেই সময়েই তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
সূত্রের খবর সেই মহিলা এক সন্তানের জন্ম দিয়েছেন ৷ শিশুটি এই মুহূর্তে বেশ ভালই আছেন ৷ মঙ্গলবার বীজাপুর এলাকায় সিআরপিএফের একটি দল পেট্রোলিং করছিল ৷ তাঁরা এলাকা জুড়ে তল্লাশি করছিলেন ৷ সেই সময়েই জঙ্গল থেকে মহিলাকে খুঁজে পেয়েছিলেন ৷ তিনি বেশ অসুস্থ ও প্রবস যন্ত্রণায় ছথটফট করছিলেন ৷ আশে পাশে চিকিৎসার জন্য কোনও চিকিৎসক পাওয়া যায়নি ৷ তখনই জওয়ানের মহিলাকে সাহায্য করবেন বলে সঙ্কল্প করেন ৷ ৬ কিমি পার করে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দিয়েছেন এরপরে গর্ভবতী মহিলাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service