জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্ত পরিস্থিতি দুই দেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে চিনকে বার্তা দিয়েছিলেন রাজনাথ সিং। সেই বার্তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে পাল্টা বার্তা দিল বেজিং। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির জন্য নয়াদিল্লিকে পরামর্শ দিলেন চিনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।চিনা প্রতিরক্ষামন্ত্রী এক বার্তায় নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের সমান দায়িত্ব আছে বলে জানান।দুই দেশের সেনা পর্যায়ে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলেও আশাপ্রকাশ করেন লি শাংফু। সেই সঙ্গে পারস্পরিক আস্থা ফেরাতে ভারতের কাছে সহযোগিতার আর্জি জানান। চিনা প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে বর্তমানে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয়পক্ষ কূটনৈতিক স্তরেও আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে জোর দেন।এরপরেই নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির কথা বলেন লি। এদিকে, রাজনাথের সঙ্গে চিনা প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক ইতিবাচক হয়েছে বলে চিনের তরফে দাবি করা হয়েছে। বৈঠকে উভয় দেশই সামরিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মতামত বিনিময় করেছে বলে চিনা প্রতিরক্ষামন্ত্রকের দাবি।প্রসঙ্গত, সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ভারতে আসেন চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। এসসিও-র বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় ৪৫ মিনিট দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে দীর্ঘ বৈঠক হয় বলে জানা যায়। ২০২০ সালে গালওয়ান সংর্ঘষের পর প্রথম কোনও চিনা প্রতিরক্ষামন্ত্রী ভারত সফরে আসেন।এর আগে রাজনাথ দাবি করেছিলেন যে দুই সম্পর্কের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াছে সীমান্ত পরিস্থিতি। শান্তি বজায় থাকলে, তবেই পরিস্থিতি উন্নতি হবে বলে চিনা প্রতিরক্ষামন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন তিনি। দুই দেশের মধ্যে যে সীমান্ত চুক্তি রয়েছে, তার মধ্যে সমস্যার সমাধান করতে হবে বলে বার্তা দেন রাজনাথ।
দেশ
সীমান্ত পরিস্থিতি নিয়ে পাল্টা বার্তা দিল বেজিং
- by janatar kalam
- 2023-04-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this