জনতার কলম ওয়েবডেস্ক :-
জনতার কলম ওয়েবডেস্ক :- সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার অর্থাত্ আজ দিল্লিতে পৌঁছালেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার (২৭ ও ২৮ এপ্রিল) পর্যন্ত চীনের প্রতিরক্ষামন্ত্রী এসসিওতে অংশ নেবেন এবং অন্যান্য দেশের প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে ভাষণ দেবেন এবং বৈঠক করবেন।উল্লেখ্য, ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর এই প্রথম কোনও চীনা প্রতিরক্ষামন্ত্রী ভারত সফরে এলেন। এক মাস আগে চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ হয়েছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত জেনারেল লি শাংফু। ২০১৮ সাল থেকে লি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন এবং বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের সময়ে তাকে নিয়োগ দেওয়া হয়। বিদায়ী প্রতিরক্ষা প্রধান ওয়েই ফেংহে’র স্থলাভিষিক্ত হওয়ার জন্য দেশটির রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, ন্যাশনাল পিপলস কংগ্রেস সর্বসম্মতিক্রমে লি সাংফুকে ভোট দিয়েছে।চীন ও ভারতের সীমান্ত লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সাম্প্রতিক একটি ঘটনা ২০২২ সালের ডিসেম্বরে অরুণাচল প্রদেশে দেখা গেছে। এর আগে, ২০২০ সালের জুন মাসে গালওয়ানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল যখন চীনা সেনারা পূর্ব লাদাখের এলএসি-তে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করেছিল। ২০২০ সালের ১৫ ও ১৬ জুন রাতে শূন্যের নিচে তাপমাত্রায় গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়। চার দশকেরও বেশি সময়ের মধ্যে ভারত ও চীনের মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ।
দেশ
ভারত সফরে এলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু
- by janatar kalam
- 2023-04-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this