জনতার কলম ওয়েবডেস্ক :- কর্ণাটকে আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে প্রচার প্রক্রিয়ায় ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি । আজ বুধবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা , কর্ণাটকের বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই, কন্নড় অভিনেতা কিচা সুদীপ এবং অন্যান্য বিজেপি নেতারা শিগগাঁওয়ে একটি রোড শো করেন।
দেশ
জনজোয়ার জেপি নাড্ডার রোড শো-এ
- by janatar kalam
- 2023-04-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this