2024-12-18
agartala,tripura
দেশ

কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি

জনতার কলম ওয়েবডেস্ক :- ২০০২ সালের গোধরা দাঙ্গার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ‘বিবিসি’র তথ্যচিত্র নিয়ে আগেই বেসুরো গেয়েছিলেন। গত জানুয়ারিতেই কংগ্রেস ছেড়েছিলেন। তার পরেই তাঁর পদ্মযোগ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। বৃহস্পতিবার সেই জল্পনাকে সত্যি করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি।এদিন বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, ভি মুরলীধরন ও কেরল বিজেপির সভাপতি কে সুরেন্দ্রন।দলবদল করেই অন্যান্য দলত্যাগী নেতাদের মতোই গান্ধি পরিবারকে নিশানা করেছেন অ্যান্টনি পুত্র। তাঁর কথায়, ‘সব কংগ্রেস কর্মীরা মনে করেন, তাঁরা কোনও একটি পরিবারের জন্যই রাজনীতি করেন। কিন্তু আমি শুধু দলের জন্যই রাজনীতি করতাম।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনা করে অনিল বলেন, ‘প্রধানমন্ত্রীর দূর দৃষ্টির কারণেই আজ বিশ্ব দরবারে এক অন্য জায়গায় পৌঁছেছে ভারত।’উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র নিয়ে দলীয় নেতৃত্বের উল্টোসুর শোনা গিয়েছিল অ্যান্টনি পুত্রের গলায়। গোধরা দাঙ্গার সমর্থনে সরাসরি মুখ খুলেছিলেন তিনি। এমনকী বিবিসির তথ্যচিত্রকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যাও দিয়েছিলেন। শেষ পর্যন্ত দলের অন্দরে সমালোচনার মুখে পড়ে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েছিলেন অনিল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service