জানাটার কলম ওয়েবডেস্ক :- ভূমিকম্পে কেঁপে উঠল এবার মধ্যপ্রদেশ। সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ কম্পন অনুভূত হয় গোয়ালিয়রের দক্ষিণ-পূর্ব এলাকায়। জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ । গোয়ালিয়র থেকে ২৮ কিমি দূরে কম্পন অনুভূত হয়।যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গত মঙ্গলবার রাতে আফগানিস্তান কেঁপে উঠেছিল ভূমিকম্পে। উত্তর ভারতে ছড়িয়ে পড়েছিল কম্পন। দিল্লি, গুরুগ্রাম, নয়ডার পাশাপাশি শ্রীনগরেও কম্পন অনুভূত হয়েছে। কেঁপে উঠেছিল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানাও।
আফগানিস্তানের হিন্দুকুশ এলাকা ছিল ভূমিকম্পের উত্সস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। প্রায় দু’মিনিট ধরে কেঁপেছিল রাজধানী। বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন।
Leave feedback about this