2024-12-19
agartala,tripura
দেশ

সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না বিজেপি : অমিত শাহ

জনতার কলম ওয়েবডেস্ক :- জনতার কলম ওয়েবডেস্ক :- মোদি-সরকার জঙ্গি কার্যকলাপকে কোনওভাবেই মেনে নেবে না ।এই বিষয়ে কেন্দ্র জিরো-টলারেন্স নীতি নিয়েছে । হায়দরাবাদে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেডে রবিবার এ কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । তাঁর দাবি, দেশের যে কোনও প্রান্তে যে কোনও ধরনের বিভাজন, সন্ত্রাসবাদী কাজকর্ম এবং জাতীয়তা-বিরোধী কাজকর্মকে কড়া হাতে সামলাবে বিজেপি সরকার। সিআইএসএফ-এর অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, গত ৯ বছরে এনডিএ সরকার সফল ভাবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার চ্যালেঞ্জ সামলেছে । তাঁর দাবি, কাশ্মীরে হিংসাত্মক ঘটনার সংখ্যা কমে আসছে । উত্তরপূর্বের অস্থির পরিস্থিতি এখন অনেকটা শান্ত । এমনকী চরম বামপন্থী অধ্যুষিত এলাকাগুলির আয়তন আগের তুলনায় কমেছে । আর তাই এখন মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে । অমিত শাহ এদিন আরও দাবি করেন, জঙ্গি কার্যকলাপে যুক্ত মানুষজনের সংখ্যা ধীরে ধীরে কমছে । অনেকেই আত্মসমর্পণ করছে । পুলিশেরকাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে । ১২ই মার্চ সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস । আজ তার প্যারেড হচ্ছে হায়দরাবাদের হাকিমপেটের ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যাকাডেমিতে। এই প্রথম দিল্লির বাইরে অন্য কোনও রাজ্যে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেড হচ্ছে বলে জানা গিয়েছে । হায়দরাবাদে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেডে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এখান থেকে তিনি কেরল সফরে যাবেন । সেখানে ত্রিশূরে বীর-পুত্র সকথান থাম্পুরানের প্রাসাদ ঘুরে দেখার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর । এ নিয়ে তিনি টুইট করে লিখেছেন, “বীর-পুত্র সকথান থাম্পুরান আধুনিক ত্রিশূরের প্রতিষ্ঠাতা । তাঁর নেতৃত্ব দেওয়ার দূরদৃষ্টি এবং জ্ঞান ত্রিশূরকে কেরলের সাংস্কৃতিক রাজধানীতে পরিণত করেছে । এখানে কিছুটা সময় কাটাতে চাই আমি ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service