2024-12-19
agartala,tripura
দেশ

বিরোধীদের ভোট ব্যঙ্কে বড় ধাক্কা দিতেই ময়দানে নামছেন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আর দু’মাস বাকি। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদো আজ রাজ্যের মান্ডিয়া জেলার জেডি(এস)-কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপির ক্ষমতা ধরে রাখতে প্রচার করবেন। শুধু তাই নয় সেই সঙ্গেই রাজ্যে ১৬ হাজার কোটি টাকার ভিত্তিপ্রস্থ স্থাপন করবেন।বিরোধীদের ভোট ব্যঙ্কে বড় ধাক্কা দিতেই ময়দানে নামছেন প্রধানমন্ত্রী। করবেন রোড শো। দুই মাসেরও কম সময়ের মধ্যে এটি হবে প্রধানমন্ত্রীর দক্ষিণের রাজ্যে ষষ্ঠ সফর। চলতি বছরের মে মাসে নির্বাচনের আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সূত্রে জানানো হয়েছে প্রধানমন্ত্রী মান্ডিয়া এবং হুবলি-ধারওয়াদ জেলায় প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মান্ডিয়াতে থাকাকালীন, দুপুর ১২টার দিকে, প্রধানমন্ত্রী মূল সড়ক প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৩.১ নাগাদ তিনি হুবলি-ধারওয়াড়ে বিভিন্ন উন্নয়ন উদ্যোগের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর মোদী বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন, যা NH-275-এর বেঙ্গালুরু-নিদাঘট্টা-মাইসুরু সেকশনের একটি ছয় লেনের প্রকল্প। ১১৮ কিমি দীর্ঘ প্রকল্পটি প্রায়৮,৪৮০কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এবং বেঙ্গালুরু এবং মাইসুরুর মধ্যে ভ্রমণের সময় প্রায় তিন ঘন্টা থেকে প্রায় ৭৫ মিনিটে কমিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদি প্রায় ৪,১৩০ কোটি ব্যয়ে নির্মিত ৯২ কিলোমিটার দীর্ঘ মাইসুরু-খুশালনগর চার লেন হাইওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পটি বেঙ্গালুরুর সঙ্গে কুশলনগরের সংযোগ বাড়াবে এবং ভ্রমণের সময়কে প্রায় পাঁচ থেকে মাত্র ২.৫ ঘণ্টায় নামিয়ে আনতে সাহায্য করবে। মান্ডায় বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার পর, প্রধানমন্ত্রী ৮৫০ কোটি টাকা ব্যায়ে গড়ে ওঠা আইআইটি ধারওয়াডের উদ্বোধন করতে ধারওয়াড়ে যাবেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপরে, তিনি শ্রী সিদ্ধরুধা স্বামীজি হুবলি স্টেশনে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি জাতির উদ্দেশে উত্‍সর্গ করবেন, যা সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত হয়েছে। ১,৫০৭ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মটি প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service