জনতার কলম ওয়েবডেস্ক :- মহিলাদের সুরক্ষায় জোর দিয়ে অপরাধ সংক্রান্ত মামলার নিস্পত্তিতে উত্তরপ্রদেশ শীর্ষ অবস্থানে রয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ মহিলাদের সুরক্ষা দিতে এবং তাঁদের বিরুদ্ধ অপরাধে শাস্তি দিতে পুলিশ প্রশংসনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সেই কারণেই পুলিশকে প্রশংসায় ভরিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পৃতিবার উত্তরপ্রদেশ পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের ভূয়সী প্রশংসা করেছেন। সর্বশেষ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ডেটা অনুসারে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগগুলি নিষ্পত্তিতে উত্তরপ্রদেশ শীর্ষস্থানে রয়েছে অনেক রাজ্যকে পিছনে ফেলে।ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি সম্প্রতি ২০২২-এর ৭ নভেম্বর থেকে ২০২৩-এপ ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একটি ডেটা প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে উত্তরপ্রদেশে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও শিশুদের সুরক্ষার নথিভুক্ত মামলাগুলির নিষ্পত্তিতে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ।মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা নিয়ে সম্প্রতি এক আলোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই তথ্য তুলে ধরেন। আইপিসি-র ৩৭৪ ধারা ও পকসো আইনের অধীনে ৭৭,০৪৪টি এফআইআরের মধ্যে ৭৫,৩৩১টি মামলার নিষ্পত্তি হয়েছে। অর্থাত্ ৯৭.৮০ শতাংশ মামলার নিস্পত্তি হয়ে গিয়েছে।এনসিআরবি তথ্য বলছে, ইউপি এই ধরনের মামলায় নথিভুক্ত এফআইআরগুলিতে দু-মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে দেশের পঞ্চম স্থানে রয়েছে। এই ধরনের ক্ষেত্রে গোয়া ৯৭.৩০ শতাংশ মামলার নিষ্পত্তি করে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে পুদুচেরি (৯৭.৩০ শতাংশ)। এঅই মামলার নিষ্পত্তিতে সবথেকে খারাপ পারফরম্যান্স বিহার (১৮.৭০ শতাংশ), মণিপুর (২৩.৭০ শতাংশ) ও অসম (৩৫.৪০ শতাংশ)-এর।এনসিআরবি রিপোর্ট অনুসারে ২০২২-এর ৭ নভেম্বর থেকে ২০২৩-এর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের ভদোহি জেলায় মহিলাদের বিরু্দ্ধে অপরাধমূলক ঘটনা সম্পর্কিত ২২১টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। দেরি না করে প্রায় সমস্ত ক্ষেত্রেই মামলার নিস্পত্তি করা হয়েছে। এই জেলা রাজ্যের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।শ্রাবস্তী জেলা ৩৫৮টির মধ্যে ৩৫৬টির নিষ্পত্তি ঘটিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর ঝাঁসি রয়েছে তৃতীয় স্থানে। এখানে ৬৬৮টি মামলার মধ্যে ৬৬৩টির নিষ্পত্তি করতে সমর্থ হয় উত্তরপ্রদেশ প্রশাসন। আর দুই মাসেরও বেশি সময় ধরে মুলতুবি থাকা ঘটনায় উত্তরপ্রদেশ তৃতীয় স্থানে রয়েছে।মুখ্যমন্ত্রী বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র দফতরের আধিকারিকদের তদন্তকে ত্বরাণ্বিত করতে এবং মুলতুবি থাকা মামলা সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, যে সমস্ত জেলা মহিলাদের বিরুদ্ধে অপরাধ মামলার নিষ্পত্তিতে পিছিয়ে রয়েছে, সেখানে মনোযোগ দেওয়ার। তিনি বলেন, পকসো আইনের অধীনে মমলাগুলি প্রতি মাসে জেলা স্তরে পর্যালোচনা করা উচিত।
দেশ
পুলিশের প্রশংসা যোগী আদিত্যনাথের,মহিলাদের সুরক্ষায় জোর, অপরাধ দমনে উত্তরপ্রদেশ শীর্ষ অবস্থান
- by janatar kalam
- 2023-03-10
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this