জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় আসার আগে দেওঘরে শ্রীশ্রী অনুকূলচন্দ্র দেবের আশ্রমে ঠাকুর দর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বস্ত্রীক বর্তমান দেওঘরের আশ্চর্যদেব বাবাই দাদার সাথে কথা বলেন ও আশীর্বাদ গ্রহণ করেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেন “দেওঘরের প্রসিদ্ধ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়েছিল।তিনি শুধু দার্শনিকই নন,একজন চিকিৎসকও ছিলেন,যিনি দরিদ্র কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আশ্রমে তাঁর প্রপৌত্র আচার্য্য দেব অর্কদ্যুতি চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করাটা এক আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল।”
দেশ
অনুকুল ঠাকুরের আশ্রমে আশ্চর্য দেবের সান্নিধ্যে অমিত শাহ
- by janatar kalam
- 2023-02-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this