2024-12-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

বছরের শুরুতে অশান্ত কাশ্মীর,দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল ৪ জনের

জনতার কলম ওয়েবডেস্ক :- নতুন বছরের শুরুতেই ফের অশান্ত কাশ্মীর। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল ৪ জনের। জখম হয়েছেন ৬ জন। ঘটনার পরেই চারদিক ঘিরে ফেলে পুলিশ ও সেনা।তল্লাশিও চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই সশস্ত্র দুষ্কৃতী এই হামলা চালায়। হামলার ঘটনাটি ঘটে রাজৌরীতে। রবিবার রাজৌরীর আপার ডাঙরি গ্রামে দু’জন গুলি চালায়। তিনটি বাড়িতে হামলা চালানো হয়। বাড়িগুলি ছিল আশপাশেই। তাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। জখম সাত জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই পুলিশ ও সেনা সেখানে রয়েছে। চারদিক ঘিরে চলছে তল্লাশি। দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।অন্যদিকে শ্রীনগরের এমকে চকেও একটি গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদীরা সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়। তাতে একজন সাধারণ মানুষ জখম হয়েছেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনা। চলছে তল্লাশি। পুলিশের অনুমান, সন্ত্রাসবাদীরা নিশ্চয় আশপাশেই কোথাও লুকিয়ে থাকবে। তাদের ধরার জন্য চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service