2024-12-18
agartala,tripura
দেশ

কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ভারতকে শীর্ষে তোলার স্বপ্ন যাতে সত্যি হয় : মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :-রবিবার বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে কোভিড নিয়ে সতর্কতা বৃদ্ধির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘অনেক দেশেই ফের নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের তাই সতর্ক থাকতে হবে। সব প্রতিরোধমূলক পদক্ষেপ করতে হবে।’ সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি ভারতবাসীকে মাস্ক পরতে এবং হাত ধোয়ার আর্জি জানান।তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বের অনেক দেশেই করোনা বাড়ছে, তাই আমাদের মাস্ক পরতে হবে এবং হাত ধোয়ার মতো সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে। আমরা যদি সজাগ থাকি, তাহলে আমরা নিরাপদে থাকব এবং আমাদের উত্‍সবে কোনও বাধা আসবে না।’

মোদী আরও বলেন, ‘গত কয়েক বছরে আমরা স্বাস্থ্য খাতে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে এসেছি। আমরা ভারত থেকে গুটি বসন্ত এবং পোলিও-জাতীয় রোগ নির্মূল করেছি। এখন কালা আজর রোগও নির্মূল হবে। এই রোগ এখন বিহার ও ঝাড়খণ্ডের মাত্র ৪টি জেলায় আছে।’ প্রসঙ্গত, চিন ছাড়াও জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলে হু হু করে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই আবহে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা জারি করে ব়্যান্ডম স্যাম্পলিং করতে বলেছে। দুই শতাংশ আন্তর্জাতিক বিমানের যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে।রাজ্যগুলিকে জিনোম সিকোয়েন্সিং বাড়াতে বলেছে কেন্দ্র।

এর আগে বৃহস্পতিবারের ভার্চুয়াল বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন মোদী। বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেই বৈঠকেই মোদী বলেন, কোভিড অতিমারি শেষ হয়ে যায়নি। পাশাপাশি প্রশাসনিক কর্তা এবং আধিকারিকদের পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছিলেন মোদী।

এদিকে আজ নিজের বক্তব্য শেষে সকলকে বর্ষবরণের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পরের বার, আমরা ২০২৩ সালে সামনাসামনি হব। আমি আপনাদের সকলকে ২০২৩ সালের জন্য শুভকামনা জানাই। এই বছরটিও দেশের জন্য বিশেষ হয়ে উঠুক। ভারত নতুন উচ্চতায় ছুঁতে থাকুক। একসাথে আমাদের একটি রেজোলিউশন নিতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ভারতকে শীর্ষে তোলার স্বপ্ন যাতে সত্যি হয়।’

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service