2024-12-19
agartala,tripura
দেশ

আবারও অশান্ত হয়ে উঠল আসাম

জনতার কলম ওয়েবডেস্ক :- আবারও অশান্ত হয়ে উঠল আসাম। জানা গিয়েছে, বুধবার সকালে আসামের তিনসুকিয়া জেলায় নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন উলফা-১ জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। ঘটনাটি ঘটেছে আপার আসাম জেলার পেঙ্গেরি-দিগবোই রোডের একটি এলাকায়।
এই খবরের সত্যতা নিশ্চিত করে গুয়াহাটির ডিফেন্স পিআরও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সন্দেহভাজন উলফা-১ জঙ্গিদের দিক থেকে গুলি চালিয়ে এক সাধারণ মানুষ আহত হয়েছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service