জনতার কলম ওয়েবডেস্ক :- একদিকে গুজরাতে ঐতিহাসিক জয় অপরদিকে হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াই করেও ঝুলিতে দখল নিতে পারলোনা বিজেপি। এমত অবস্থায় মাস দুইয়েকের মধ্যে উত্তর পূর্ব ভারতের চারটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। তার মধ্যে গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে রয়েছে ত্রিপুরা। এরই মধ্যে আগামীকাল ওই রাজ্যে দলের প্রস্তুতি খতিয়ে দেখতে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্যের নেতৃত্বের সাথে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ। উল্লেখ্য ভোটের মুখে রাজ্য দলের পরিস্থিতি খতিয়ে দেখতেই আগামীকালর বৈঠক দেখেছেন জিপি নাড্ডা -অমিত শাহেরা। সূত্রের মতে, আগামীকাল বৈঠকে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সদস্য বিপ্লব কুমার দেব। থাকবেন ত্রিপুরার পর্যবেক্ষক মহেন্দ্র সিংহও। ২০২৪শে লোকসভা নির্বাচন তার আগে আটটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। লোকসভায় জিতে আসার ক্ষেত্রে এই আটটি রাজ্যে ভালো ফলের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি। উল্লেখ্য, ত্রিপুরার ভোটের আর বেশি দিন হাতে নেই তাই বছরের শুরু থেকেই কিভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়া যায়,তা নিশ্চিত করতেই এই বৈঠক বলে জানা যায়। যদিও তার আগে বছরের মাঝের দিকে সব ঠিক থাকলে ত্রিপুরা সফরে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ত্রিপুরা সফরে গিয়ে একাধিক পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের উদবোধন করবেন।
দেশ
ত্রিপুরার ভোট প্রস্তুতিতে আজ মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে বৈঠকে অমিত শাহ
- by janatar kalam
- 2022-12-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this