জনতার কলম ওয়েবডেস্ক :- গুজরাতে ঐতিহাসিক জয় বিজেপির। ভেঙে গেল অতীতের যাবতীয় রেকর্ড। মোদি-শাহের গুজরাতে গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস।তাই আর নতুন সরকার গঠনে দেরি করতে চাইছে না গেরুয়া শিবির। আগামী ১২ ডিসেম্বর গুজরাতে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। সেই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ২০২৪-র লোকসভা ভোটের আগে গুজরাতে বিজেপির এই ঐতিহাসির জয় গেরুয়া শিবিরকে আরও কয়েক ধাপ এগিয়ে দিল। অন্যদিকে, ৪০ বছরেরর ‘রিওয়াজ’ বহাল রেখে কংগ্রেসকে সংখ্যাগরিষ্ঠতা এনে দিলেন হিমাচলবাসী। অপর দিকে হিমাচল দখল নিশ্চিত হতেই বিধায়কদের ধরে রাখতে মরিয়া কংগ্রেস, দল ভাঙানোর আশঙ্কায় বিধায়কদের একজোট থাকার বার্তা কংগ্রেসের।
দেশ
গুজরাতে গেরুয়া ঝড়, হিমাচল দখল নিশ্চিত হতেই বিধায়কদের ধরে রাখতে মরিয়া কংগ্রেস, দল ভাঙানোর আশঙ্কায় বিধায়কদের একজোট থাকার বার্তা কংগ্রেসের
- by janatar kalam
- 2022-12-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this