2024-09-19
agartala,tripura
দেশ

ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্ত, বর্ডার সিল করার সিদ্ধান্ত এই রাজ্য সরকারের

সারা দেশের মতো একই পরিস্থিতি রাজস্থানেও, ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণ। এবার পরিস্থিতিতে লাগাম টানতে রাজ্যের বর্ডার সিল করার সিদ্ধান্ত নিল রাজস্থানের রাজ্য সরকার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৭ দিন সিল থাকবে বর্ডার। মোট চারটি রাজ্যের সঙ্গে বর্ডার রয়েছে রাজস্থানের। এগুলি হল পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও হরিয়ানা।
বুধবার সকাল পর্যন্ত মরুরাজ্যে নতুন করে ১২৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩৬৮। রাজস্থানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫৬। অন্যদিকে শুধু রাজস্থান না। সারা দেশেই প্রতিমুহূর্তে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৮৫ জন। মৃত্যু হয়েছে আরও ২৭৯ জনের। এই মুহুর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২টি। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন। বর্তমানে দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৪৫। দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। হিসেব বলছে মহারাষ্ট্রে ৯০ হাজার ৭৮৭ জন আক্রান্তের মধ্যে ৪২ হাজার ৬৩৮ জন সুস্থ হয়ে উঠেছে। মঙ্গলবারে মহারাষ্ট্র সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২২৫৯ জন। দেশজুড়ে ২৪ ঘন্টায় মোট ৯৯৮৭ জন আক্রান্ত হওয়ার ৪ ভাগের ১ ভাগ এ রাজ্যেই।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service