2024-12-19
agartala,tripura
দেশ

বাংলাদেশি অভিযোগ তুলে ব্যাঙ্গালুরুতে ত্রিপুরা ও অসম শ্রমিকদের ১০০ জুপড়ি ভেঙ্গে দেওয়া হয় ।##06

পুরসভার খাতায় বাংলাদেশি অভিযোগ তুলে ব্যাঙ্গালুরুতে অসম ও ত্রিপুরার শ্রমিকদের ১০০ জুপড়ি ভেঙ্গে দেওয়া হয় । অভিযোগ কোন নোটিশ ছাড়াই জুপড়ি গুলি ভেঙ্গে দেওয়া হয়েছে ।ফলে অসহায় হয়ে পরে শতাধিক শ্রমিক ।পুলিশ বেআইনি ভাবে জুপড়ির মালিকদের নোটিশ ধরিয়ে দিয়েছে । আসামের দুই শ্রমিক জানায় তাদের কাছে বৈধ নথি পত্র থাকলেও পুলিশ তা দেখতে চায়নি । এদিকে পুলিশ এর দাবি এই স্থানেই বাংলাদেশিদের একটি বস্তি ছিল বলে পুলিশ এর কাছে অভিযোগ রয়েছে । বার বার অভিযোগ পাওয়ার ফলে পুলিশ বাধ্য হয়েছে জুপড়ি গুলি ভেঙ্গে দিতে ।শ্রমিক দেড় আরও অভিযোগ হঠাৎই বুলডোজার দিয়ে জুপড়ি ভেঙ্গে ফেলায় কুনও মালপত্র বের করতে পারেনি শ্রমিকরা । এখন দেখার বিষয় ত্রিপুরা অসম সরকার ও ব্যাঙ্গালুরুর পুরসভা কি পদক্ষেপ গ্রহণ করে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service