জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লি পুরভোটের বদলা গুজরাট বিধানসভা নির্বাচন! গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫০-এর কোটা পেরোতেই অরবিন্দ কেজরীবালের দল আম আদমি পার্টির উপর ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির তথাকথিত সেকেন্ড-ইন-কম্যান্ড অমিত শাহ। তাঁর কথায়, “যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তাদের প্রত্যাখ্যান করেছেন গুজরাটের মানুষ। গুজরাটের একের পর এক আসন বিজেপির ঝুলিতে যাওয়া মাত্রই টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটবাসীকে ধন্যবাদ জানিয়ে পরপর টুইট করেন তিনি। টুইটারে অমিত শাহ লিখেছেন, “নরেন্দ্র মোদীজির বিজেপি গুজরাট অভূতপূর্ব জনাদেশ পেয়েছে। যা উন্নয়ন ও জনকল্যাণের মাধ্যমেই পেয়েছে। আর যারা তুষ্টির রাজনীতি করে তাদের প্রত্যাখ্যান করেছে।” অপর একটি টুইটে শাহ লিখেছেন, “এই বিপুল জয় থেকে স্পষ্ট যে, মহিলা, যুব, কৃষক সহ সকলের মনে রয়েছে বিজেপি। গুজরাট সবসময় ইতিহাস তৈরি করে। গত দু-দশক ধরে মোদীজির নেতৃত্বে বিজেপি গুজরাটে উন্নয়নের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গুজরাটের মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে এবং জয়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন মডেলের উপর বিশ্বাসের জয়।প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে গুজরাট বিধানসভার ভোট গণনার শুরু থেকেই গেরুয়া ঝড় উঠতে শুরু হয়। প্রথম এক ঘণ্টার মধ্যেই ‘ম্যাজিক ফিগার’ পেরিয়ে যায় বিজেপি। তারপর দ্বিতীয় রাউন্ড ভোট গণনার শুরুতেই ১৮২টি আসনের মধ্যে ১৫০টির বেশি চলে যায় বিজেপির ঝুলিতে। শেষ পাওয়া খবর পর্যন্ত, দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস আর আপ পেয়েছে ৫টি আসন।
দেশ
নরেন্দ্র মোদীজির বিজেপি গুজরাট অভূতপূর্ব জনাদেশ পেয়েছে,যা উন্নয়ন ও জনকল্যাণের মাধ্যমেই পেয়েছে : অমিত শাহ
- by janatar kalam
- 2022-12-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this