2024-09-20
agartala,tripura
দেশ

শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই, রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরব ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব

জনতার কলম ওয়েবডেস্ক :- শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই, রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বরাবরের মতোই ত্রিপুরার প্রাপ্তি ঝুলিকে স্ফীত করতে, সাংসদ হিসেবেও পুরনো ফর্মেই বিপ্লব। এদিন ত্রিপুরায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি সার্কেল অফিস সূচনা করার আবেদন জানান তিনি। বিপ্লব কুমার দেব বক্তব্য উপস্থানের পূর্বে প্রথমেই রাজ্যসভার অধ্যক্ষ ও সমস্ত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। আবেদনের সমর্থনে তিনি বলেন, ত্রিপুরার একটি বৈচিত্র্যময় এবং অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য বিদ্যমান। ত্রিপুরা সুন্দরী মন্দির সহ , রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান যেমন উনকোটি, পিলাক, বক্সনগর ইত্যাদির গৌরবউজ্জ্বল ইতিহাস রয়েছে। ত্রিপুরার সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির সংরক্ষণ ও যথোপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্ত রাজ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি সার্কেল অফিস না থাকায়, কমিউনিকেশন গ্যাপের ফলে এর সার্বিকতায় আংশিক স্লথতা পরিলক্ষিত হচ্ছে। আগরতলায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) ত্রিপুরা সার্কেল অফিস প্রতিষ্ঠা করা হলে রাজ্য সরকারের সাথে সহভাগীতা বৃদ্ধির দ্বারা অগ্রাধিকারের ভিত্তিতে ত্রিপুরার প্রত্নতাত্ত্বিক স্থানগুলির সংরক্ষণের কাজে আরো গতি পাবে।এদিন বিপ্লব কুমার দেব আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশা নির্দেশনায় উত্তর পূর্বের সামগ্রিক বিকাশে গতি সঞ্চারিত হয়েছে। ডবল ইঞ্জিন সরকার, পর্যটন সহ এই ক্ষেত্রের বিকাশে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। ত্রিপুরার বিপুল সম্ভাবনাময় ঐতিহ্য-বিজড়িত ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য স্থানগুলিকেও এএসআই-এর সংরক্ষণ ও সুরক্ষার আওতায় আনতে বিশেষ ভূমিকা নিতে পারে সার্কেল কার্যালয়টি । তৎসঙ্গে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রের বিকাশ দ্বারা, উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের ‘অষ্টলক্ষ্মী’ হিসাবে রূপান্তরিতকরণের সামগ্রিক লক্ষ্যে সার্থকতা এবং এই উদ্যোগের ফলে, সংস্কৃতির সামগ্রিক সংরক্ষণে অগ্রণী ভূমিকা নেবে বলেও আশা ব্যাক্ত করেন শ্রী দেব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service