জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন গুজরাতে। আজ প্রথম দফায় ভোটগ্রহণ রয়েছে। ভোটগ্রহণ হবে ৮৯টি নির্বাচনী কেন্দ্রে। বাকি ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ৫ ডিসেম্বর।
বিগত ছয় নির্বাচনে পর পর বিজেপি-ই জয়ী হয়েছে গুজরাতে। কিন্তু এত দিন গুজরাতে বিজেপি-র মূল প্রতিপক্ষ ছিল কংগ্রেস। গতবার চমকে দেওয়ার মতো ফল করলেও, ক্ষমতাদখল থেকে দূরেই ছিল কংগ্রেস । যাও বা আসন জিতেছিল, একে একে বিধায়কদের অনেকেই বিজেপি-তে গিয়ে উঠেছেন। সেই সঙ্গে রাজ্যে নয়া প্রতিদ্বন্দ্বী হিসেবে অবতীর্ণ হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি । ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গুজরাতে আগ্রাসী প্রচার চালিয়েছে তারা। তাই আগেভাগে হিসেব পাওয়া মুশকিল বলে ঠাহর হচ্ছে।
এর আগে, ২০১৭-র বিধানসভা নির্বাচনে ১৮২ আসনের মধ্যে বিজেপি গুজরাতে ৯৯টি আসনে জয়ী হয়। কংগ্রেস জয়ী হয় ৭৭টি আসনে। সে বার কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল ৪১.৪ শতাংশ। এ বার সেই ভোটের প্রাপ্তিত ১২ শতাংশ কমতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। বিজেপি ৪৫.৪ শতাংশ ভোট পেতে পারে, এ বারে ভোটের প্রাপ্তি কমতে পারে তাদেরও।
অন্য দিকে, কেজরিওয়ালের দল শুরুতেই ছক্কা হাঁকাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একধাক্কায় তাদের দখলে ২০ শতাংশের বেশি ভোট যেতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত কংগ্রেসের ভোটেই তারা ভাঙন ধরাবে বলে ধারণা তাঁদের। তবে মোরবির সেতু বিপর্যয়ের পর বিজেপি-র কিছু ভোটও হাতছাড়া হতে পারে বলে ধারণা অনেকের।
Leave feedback about this