একটানা লকডাউনের জেরে দেশে তৈরি হওয়া অর্থনৈতিক অচলাবস্থার সুযোগে নাবালক-নাবালিকাদের দিয়ে কাজ করানোর প্রবণতা মাথা চাড়া দিতে পারে। এমনকী বর্তমান সময়ে শিশু পাচারও বাড়তে পারে বলে আশঙ্কা সুপ্রিম কোর্টে। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলা একটানা লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামোগত অবস্থা। ইতিমধ্যেই লক্ষ-লক্ষ পরিযায়ী শ্রমিক তাঁজদের নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন।তবে আনলক ১ পর্বে ফের দেশে ব্যাবসা-বাণিজ্য শুরু হয়েছে। ধীরে ধীরে ঝাঁপ খুলেছে দোকান-বাজার-সহ অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রের। নতুন করে এই ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু করতে স্বভাবতই শ্রমিকের অভাব দেখা দিয়েছে দেশজুড়ে। সেই কারণেই এবার শ্রমিক সমস্যা মেটাতে নাবালকদের কাজে লাগানোর প্রবণতা তৈরি হতে পারে।এমনই মনে করছে সুপ্রিম কোর্ট। নাবালকদের শ্রমিক হিসেবে ব্যবহারের ক্ষেত্রে আইনে নিষেধাজ্ঞা রয়েছে।তবে শীর্ষ আদালতের আশঙ্কা, শ্রমিক সংকট মেটাতে নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই এবার নাবালক-নাবালিকাদের দিয়ে কাজ করানোর প্রবণতা বাড়বে। এই বিষয়টি নিয়েই এবার কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে পশ্চিমবঙ্গ-সহ ৯ রাজ্যকেও বিষয়টি নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
দেশ
শিশু পাচার, কেন্দ্র-সহ ৯ রাজ্যকে সতর্ক করল সুপ্রিম কোর্ট
- by janatar kalam
- 2020-06-10
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this