জনতার কলম ওয়েবডেস্ক :- দীপাবলির উৎসবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির উপস্থিতিতে জ্বলছে 15 লক্ষ প্রদীপ। রবিবার অযোধ্যায় জ্বলছে ১৫ লক্ষ প্রদীপ। মোদীর সামনেই দীপোৎসবের অঙ্গ হিসেবে ১৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হয়েছে। আতশবাজি, লেজার প্রদর্শনী এবং রামলিলাসের আয়োজনও রয়েছে আজকের অনুষ্ঠানে। দীপোৎসবের ষষ্ঠ সংস্করণে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচটি অ্যানিমেটেড ট্যাবলৌ এবং এগারোটি রামলীলা ট্যাবলৌ প্রদর্শিত হয়েছে দীপোৎসবে। সরযূ নদীর তীরে এবং আরও ৩৭টি ঘাট এলাকায় ইতিমধ্যেই ১৫ লক্ষ প্রদীপ দেওয়া হয়েছে। মাটির প্রদীপ জ্বালিয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টায় অযোধ্যা প্রশাসন। ২০২১ সালে দীপোৎসবে ৯ লক্ষ,৪১ হাজার,৫৫১ টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অযোধ্যা প্রশাসন বিশ্ব রেকর্ড গড়েছে। তবে উজ্জয়িনী মহাশিবরাত্রিতে ১১লক্ষ্য,৭১হাজার,৭৮টি প্রদীপ জ্বালানোর পর সে রেকর্ড ভেঙে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ভগবান শ্রী রামলালা ভিরাজমান-এর দর্শন ও পুজো করেছেন মোদী। বিকেল ৫টা ৪৫ মিনিটে ভগবান শ্রী রামের রাজঅভিষেক এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সারয়ু নদীর নতুন ঘাটে আরতি অনুষ্ঠানে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। সূত্রের খবর অনুযায়ী, মোদী অযোধ্যা ছেড়ে যাওয়ার পর স্থানীয় মানুষের জন্য ২৫ মিনিটের মধ্যে আটটি লেজার শো করেছে অযোধ্যা প্রশাসন।
দেশ
অযোধ্যায় জ্বলছে ১৫ লক্ষ প্রদীপ লক্ষ্য বিশ্বরেকর্ড
- by janatar kalam
- 2022-10-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this