জনতার কলম ওয়েবডেস্ক :- ই-বাইকের দোকানে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সেকেন্দরাবাদে। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় সেকেন্দরাবাদে একটি ই-বাইকের শোরুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বাহিনী। আগুনে পুড়ে গিয়েছে দোকানে রাখা বেশ কয়েকটি ই-বাইক। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। মার্কেট থানার এসএইচও ওয়াই নাগেশ্বর রাও জানিয়েছেন, ওই বহুতলটির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বহুতলের উপর তলায় অতিথিনিবাস রয়েছে। নীচে রয়েছে ই-বাইকের দোকান। অগ্নিকাণ্ডের সময় ওই অতিথিনিবাসে ২৫ জন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহুতলের নীচে ছিল বাইকের দোকান। সোমবার সন্ধ্যায় আগুন লাগার পর চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডে আটকে পড়া ন’জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী। আগুন লাগার পরই ওই বহুতলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কেউ কেউ জানলা দিয়ে ঝাঁপ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান সে রাজ্যের প্রাণিসম্পদ মন্ত্রী টি শ্রীনিবাস যাদব। উদ্ধারকাজ তদারকি করেন তিনি।
দেশ
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে আট জনের ঘটনায় জখম হয়েছে আরও কয়েক জন
- by janatar kalam
- 2022-09-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this