2024-11-16
agartala,tripura
দেশ

বিমানবাহী যুদ্ধজাহাজ বিক্রান্তকে ভারতীয় নৌ সেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশে তৈরি বিমানবাহী যুদ্ধজাহাজ বিক্রান্তকে ভারতীয় নৌ সেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | যুদ্ধ জাহাজটির ছবি নিজের ফেসবুক পেইজে শেয়ার করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক |পরীক্ষার পালা শেষ হয়েছে আগেই৷ এবার সেনাবাহিনীতে যুক্ত হওয়ার সময়। প্রথমবার দেশীয় পদ্ধতিতে তৈরি হওয়া বিমানবাহী যুদ্ধজাহাজ বিক্রান্তকে আজ ভারতীয় নৌ সেনার হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কোচি শিপইয়ার্ড লিমিটেডে সেই কাজের শুভ উদবোধন করবেন প্রধানমন্ত্রী। আইএনএস বিক্রান্তে রয়েছে অত্যাধুনিক অটোমেশন পদ্ধতি। এটি ভারতের নৌসেনার ইতিহাসে তৈরি হওয়া সবচেয়ে বড় রণতরী।প্রায় এক বছরের সমুদ্র ট্রায়াল শেষ করার পর আজ নৌ বাহিনীকে যোগ দেবে বিক্রান্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। এছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। ৪৫ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজ বিক্রান্তের নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। ২৬২ মিটার দীর্ঘ এবং ৬২ মিটার চওড়া বিক্রান্ত ভারতে নির্মিত বৃহত্তম যুদ্ধজাহাজ। এতে মিগ-২৯ কে ফাইটার জেট এবং হেলিকপ্টার সহ ৩০টি বিমান থাকতে পারে। যুদ্ধজাহাজে প্রায় হাজার ১৫০০ জন ক্রু থাকতে পারে। নির্মাণের কাজ শেষ হওয়ার পরে ২০২১ সালের অগস্টের গোড়ায় বিক্রান্তের ‘সি ট্রায়াল’ শুরু হয়েছিল। নৌসেনা জানিয়েছে সফল ভাবেই সমুদ্র-যুদ্ধে দক্ষতা প্রমাণ করেছে বিক্রান্ত। আইএনএস বিক্রান্তে রয়েছে মহিলা অফিসারদের থাকার জন্য পৃথক ব্যবস্থা। রানওয়ের দৈর্ঘ্য ৯০ মিটারেরও বেশি। ফলে মিগের পাশাপাশি তেজসের মতো যুদ্ধবিমানও এখানে ওঠানামা করতে পারবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service