2024-12-19
agartala,tripura
দেশ

শতবর্ষে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদাত্রী মা হীরাবেন মোদি

জনতার কলম প্রতিনিধিঃ- মা শব্দ যে জীবনে কতটা অর্থবহ , তা আমরা জীবনের প্রতিটি পদক্ষেপেই বুঝতে পারি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও তাঁর মা , হীরাবেন মোদী ঠিক এতটাই গুরুত্বপূর্ণ। আজ তথা শনিবার ১৮ জুন প্রধানমন্ত্রীর মায়ের জন্মদিন। শতবর্ষে পা দিচ্ছেন তিনি। মায়ের এই জন্মদিনটিকে বিশেষ করে তুলতেই গুজরাটে নিজের বাড়িতে গিয়েছেন প্রধানমন্ত্রী । সকালেই দেখা গিয়েছে যে , হীরাবেন মোদীর সঙ্গে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন প্রধানমন্ত্রী। পরে মায়ের পা ধুইয়ে দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন এবং মিষ্টিমুখও করান তিনি । ঠিক যেমন ছোট্ট একটি শিশু মায়ের স্নেহের পরশ পেয়ে খুশি হয়ে ওঠে , আজ সেই রূপেই দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মায়ের ১০০ বছরের জন্মদিনকে স্মরণীয় করে তুলতেই একটি ব্লগ লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি লিখেছেন , “ মা শব্দটা অভিধানের আর পাঁচটা শব্দের মতো নয় । এর সঙ্গে প্রচুর আবেগ জড়িয়ে রয়েছে- ভালবাসা ধৈর্য , বিশ্বাস ও আরও অনেক কিছু । বিশ্ব , দেশ বা অঞ্চলের সীমানা মানে না । সব সন্তানরাই মায়ের সঙ্গে স্নেহের সম্পর্কে জড়িয়ে থাকে । মা শুধু সন্তানের জন্মই দেন না , তাদের মন , ব্যক্তিত্ব , আত্মবিশ্বাসও তৈরি করতে সাহায্য করে । এই কাজ করতে গিয়েই মায়েরা নিজেদের সমস্ত চাহিদা এবং স্বপ্নকে বিসর্জন দেন । ” তিনি আরও বলেন , “ আজ আমি খুব খুশি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে , আমার মা হীরাবেন তাঁর শতবর্ষে পা দিচ্ছেন । আমার বাবা যদি বেঁচে থাকতেন , তাঁরও শতবর্ষ পূর্ণ হত গত সপ্তাহে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service