2024-12-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

রাহুলকে দীর্ঘ তিন ঘণ্টার উপরে জিজ্ঞাসাবাদ করে ED

জনতার কলম ত্রিপুরা :- অবশেষে জিজ্ঞাসাবাদের পর ইডি-র দফতর থেকে বের হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন সকালেই ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরুপের অভিযোগে নয়া দিল্লিতে ইডি-র দফতরে হাজির হন তিনি। রাহুলের জিজ্ঞাসাবাদের সময়ই দেশের বিভিন্ন রাজ্য়ের ইডি-র দফতেরর বাইরে সত্যাগ্রহ মিছিল করে জড়ো হন শয়ে শয়ে কংগ্রেস সমর্থকরা। বিচ্ছিন্ন অশান্তির ঘটনায় কংগ্রেসের একাধিক কর্মী সমর্থককে এদিন আটকও করা হয়েছে।

এদিন প্রায় তিন ঘণ্টার উপরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতা ভিত্তিক ডটেক্স প্রাইভেট লিমিটেড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটি একটি সেল কোম্পানি। সেই বিষয়ে রাহুল জানতেন কিনা তা নিয়েও প্রশ্ন করা হয়েছে বলে সূত্রের খবর। ফের জিজ্ঞাসাবাদের জন্যও কংগ্রেস নেতাকে ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে আজকের জিজ্ঞাসাবাদে রাহুল কী উত্তর দেন, তার ভিত্তিতে প্রশ্ন করা হবে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে। আগামী ২৩ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য ইডি-র তরফে শুক্রবার ফের নোটিস পাঠানো হয় সনিয়াকে। এর আগে ৮ জুন তাঁর ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু করোনো আক্রান্ত হওয়ার কারণে সেই সময় ইডি-র তলবে সাড়া দিতে পারেননি কংগ্রেস নেত্রী। তাই জিজ্ঞাসাবাদের জন্য নতুন দিন ঠিক করা হয়েছে ইডি-র তরফে। উল্লেখ্য়, কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে গতকাল তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ১ জুন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সভানেত্রী সনিয়া গান্ধীকে তলব করে ইডি। রাহুল গান্ধীকে ২ জুন হাজিরা দেওয়ার কথা বলা হয়। কিন্তু তিনি সেইসময় বিদেশে থাকার কারণে ইডি-র দফতরে হাজিরা দিতে ব্যর্থ হন। তারপর ইডি-র তরফে ১৩ জুন অর্থাৎ আজ রাহুলকে ইডি-র দফতরে উপস্থিত হতে বলা হয়। সেই মতো আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করলেন ইডি-র আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service