2024-12-30
Ramnagar, Agartala,Tripura
দেশ

বিগত আট বছরের সংস্কারের ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জনতার কলম প্রতিনিধি:- দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। পরের বার অর্থাৎ ২০১৯-এও নিরঙ্কুশ জয় এসেছিল গেরুয়া শিবিরের। সেই হিসেবে এবছর আটে পা দিল মোদী সরকার। আরও একটা নির্বাচন আসতে খুব বেশি দিন বাকি নেই। ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতিও মোটামুটিভাবে শুরু হয়ে গিয়েছে। এই আবহেই আট বছর পূর্তির প্রচার জোরকদমে চালাচ্ছে মোদী সরকার। আট বছর পূর্তিতে দেশ জুড়ে নানা কর্মসূচি নিয়েছে বিজেপি। এরই মধ্যে অর্থনীতির বৃদ্ধির ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একটি টুইটে তিনি উল্লেখ তুলে ধরেছেন কোন কোন পথে এগিয়েছে দেশের অর্থনীতি। একদিকে যখন মূল্যবৃদ্ধি নিয়ে দেশ জুড়ে বিরোধীরা সরব হয়েছে, সাধারণ মানুষের চাপ বাড়ছে বলে আন্দোলন শুরু হয়েছে, তারই মধ্যে মোদীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।কেন্দ্রীয় সরকার মূলত তুলে ধরতে চাইছে, বিগত আট বছরে কোন কোন ক্ষেত্রে সংস্কার হয়েছে। প্রতিনিয়ত সরকারি ওয়েবসাইটে সে সব তথ্য তুলে ধরা হচ্ছে। বিমান পরিষেবা, কয়লা খনি, কর্মসংস্থানের মত ক্ষেত্রে কী ভাবে বিজেপি সরকার বদল এনেছে, তা উল্লেখ করা হয়েছে সরকারি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায়। সে ভাবেই অর্থনীতির দিকেও আলোকপাত করেছে কেন্দ্র।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service