জনতার কলম প্রতিনিধিঃ- পশ্চিমবঙ্গ সফরে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার সকালেই বেলুড় মঠ যান বিজেপি সর্বভারতীয় সভাপতি। বুধবারও একগুচ্ছ কর্মসূচি ছিল নাড্ডার। তিনি চুঁচুড়া ও চন্দননগরে যান। তারপর ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির দলীয় বৈঠকে যোগ দেন। বৃহস্পতিবারও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। নাড্ডার বেলুড় মঠ আগমন উপলক্ষে আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা। স্নিফার ডগ নিয়ে আসা হয়। বেলুড় মঠ পরিদর্শনের পর মন্ডল সভাপতিদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। বুথ সংগঠনকে আরও জোরদার করতে তৎপর নাড্ডা। বাংলায় দলের সাংগঠনিক ভিতকে মজুবত করতে তৎপর দিল্লির নেতারা। অর্জুন সিংয়ের দলবদলের পর ফের রাজ্যে নেতা-কর্মীদের ‘চাঙ্গা’ করতে এবার তাই আসরে খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
দেশ
বেলুর মঠে বিজেপি সর্বভারতীয় সভাপতি
- by janatar kalam
- 2022-06-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this