জনতার কলম প্রতিনিধিঃ- মঙ্গলবার কলকাতায় পা রেখেছিলেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার বিজেপি শীর্ষনেতৃত্ব বিজেপি নাড্ডাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দের উপস্থিত ছিলেন, অসংখ্য বিজেপি কর্মী সমর্থকও দলীয় পতাকা নিয়ে নাড্ডাকে অভ্যর্থনা জানাতে সেখানে জড়ো হয়েছিলেন। বিমানবন্দর থেকে নিউটাউনের পাঁচতারা হোটেলে উঠেছিলেন বিজেপি সভাপতি। সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্ব-ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অমিত মালব্যের মতো বিজেপি নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। এদিন বিজেপি সভাপতির শীর্ষ বিজেপি নেতৃত্বের বৈঠক হয়েছিল। এদিনের বৈঠকে হাল্কা মেজাজে বিজেপি নেতৃত্বের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন জেপি নাড্ডা। তিনি বলেন, “মানুষের সঙ্গে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে। এত সহজের লড়াইয়ের রাস্তা থেকে সরে গেলে হবে না। ওপর থেকে এসে কেউ নির্বাচনে জিতিয়ে দেবে না, সংগঠন এবং মানুষের পাশে থেকেই নির্বাচনে জয়ী হতে হবে।” আগামী বছরই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপিকে নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। মঙ্গলবারে বৈঠকে বিজেপি নেতৃত্বকে আগাম পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন নাড্ডা। বলা চলে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার ২ দিনের বাংলা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটে যে বিজেপি ২০০ আসন জয়ের স্বপ্ন দেখেছিল, ফল প্রকাশের পর তাদের সেই স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। জেপি নাড্ডার সফরের পর বিজেপির দলীয় কোন্দল নিয়ন্ত্রণে আসে কি না, সেটাই এখন দেখার।
দেশ
মানুষের সঙ্গে থাকতে হবে- জেপি নাড্ডা
- by janatar kalam
- 2022-06-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this