জনতার কলম প্রতিনিধিঃ- জানা গিয়েছে আরবিআইয়ের একটি অভ্যন্তরীণ কমিটি গাঁধীর পাশাপাশি ২০০০ টাকার নোটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক যুক্ত করার প্রস্তাব করেছে। আরবিআই-এর অভ্যন্তরীণ নয়টি কমিটির মধ্যে একটি ২০২০ সালে তাদের রিপোর্ট জমা দেয়। তাতে প্রস্তাব দেওয়া হয় যে, গাঁধী ছাড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কালামের জলচিহ্ন ব্যবহার করা হোক। এনিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে বহু জলঘোলা হলেও এবার তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে যে ব্যাঙ্কনোট রয়েছে, তাতে কোনও পরিবর্তন আনা হবে না। সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে উল্লেখ করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কে এই সংক্রান্ত কোনও প্রস্তাবনা নেই।
দেশ
২০০০ টাকার নোটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক যুক্ত করা নিয়ে নিজেদের অবস্থান জানাল RBI
- by janatar kalam
- 2022-06-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this